উন্নয়ন

গতকাল দ্মিত্রি সাইমস গ্রেট গেইম অনুষ্ঠানে বললেন ১৯৯৪ সালের রিচার্ড নিক্সন যখন রাশিয়া ভ্রমণ করেন তিনি তাঁর সফর সঙ্গী ছিলেন। রাশিয়ার উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ও ব্যবসায়ীদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাজার অর্থনীতির যেসব বিষয় কোন মতেই পরিবর্তন করা সম্ভব নয় সেগুলো রেখে রাশিয়ার উচিৎ হবে নিজের দেশের ইতিহাস, ভৌগলিক অবস্থান, সামাজিক সম্পর্ক, ধর্মীয় ঐতিহ্য সেসবের সাথে সামঞ্জস্যপূর্ণ উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে। অন্ধভাবে পশ্চিমা মডেল অনুকরণ করলে সেটা কোন ভালো ফল বয়ে আনবে না। রাশিয়ার এলিট শ্রেণি নিক্সনের উপদেশ গ্রহণ করেনি। আসলে আমরা অধিকাংশ মানুষই অন্ধ ভাবে কোন সফল ব্যক্তি বা দেশের অনুকরণ করে নিজেরা সফল হতে চাই। কিন্তু সাফল্য সব সময় নিজের চেষ্টা দ্বারাই অর্জন করতে হয়, অন্যের দেখানো পথে হলেও নিজের মত করেই সেই পথে চলতে হয়। সাফল্যের কোন শর্ট কাট রাস্তা নেই। তাই যেকোনো মানুষ বা দেশকে নিজের পারিপার্শ্বিকতার সাথে খাপ খাইয়েই উন্নয়নের পথ দেখতে হবে। তা না হলে উন্নয়ন হয়তো হবে, তবে সেটা কতটুকু দেশের সাধারণ মানুষের জন্য আর কতটুকু কিছু লোকের জন্য - সে প্রশ্ন থেকেই যাবে। দুবনা, ১১ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন