বৃত্ত
সোভিয়েত আমলে একটা চুটকি ছিল এরকম
ট্র্যাফিক পুলিশ এক গাড়ি থামিয়ে রীতিমত স্যালুট দিয়ে ড্রাইভারের লাইসেন্স দেখতে চাইল।
ড্রাইভার একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করল যে সে এমন কি করেছে যে তার গাড়ি থামানো হল।
আপনারা দুজন মিলে গাড়ি চালাচ্ছিলেন। এটা আইনত দন্ডনীয়।
তাই বলে আপনারা আমার গাড়ি ঘিরে ধরবেন?
এটার মাধ্যমে বোঝানো হত কে কতটুকু মাতাল।
আজকাল প্রায়ই দেখি অনেকেই লিখছেন দেশের মানুষকে দুই দলীয় বৃত্ত থেকে বেড়িয়ে আসার জন্য। দেশের মানুষ কি দুই দলের মোহে এতটাই মত্ত যে বেরুনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। নাকি যারা আবেদন জানাচ্ছেন তারা এই দুই দলকে পাশ কাটিয়ে জনগণের কাছে যেতে পারছেন না, জনগণকে কোন গ্রহণযোগ্য বিকল্প দেখাতে পারছেন না।
দুবনা, ২৮ জুলাই ২০২৩
Comments
Post a Comment