ভ্রম

গণিতে একটা পদ্ধতি আছে যাকে বলে বিপরীত থেকে প্রমাণ। যেটা সঠিক নয় তাকে ঠিক ধরে বিপরীত সিদ্ধান্তে আসা। জীবনেও এরকম পদ্ধতি গ্রহণ করা হয় তবে যতটা না সঠিক সিদ্ধান্তে আসার জন্য তারচেয়ে বেশি নিজেদের ভুল সিদ্ধান্ত সঠিক প্রমাণের জন্য। দেশে অনেক লোককে জানি যারা অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগের রাজনীতি সমর্থন না করলেও পাছে বিএনপি জামাত ক্ষমতায় আসে এই যুক্তিতে আওয়ামী লীগকে ভোট দেয়। একই বিষয় দেখি বিশ্ব রাজনীতিতে। পাছে চীন বিশ্ব রাজনীতিতে প্রধান ফ্যাক্টর হয় এই ভয়ে অনেকেই আমেরিকার শোষণ দমন নিমপাতার রসের মত চোখ বন্ধ করে গিলে ফেলে। একই ঘটনা দেখা যায় বিভিন্ন দেশের নির্বাচনে। পাছে প্রতিপক্ষ দল জেতে সেই ভয়ে প্রতিপক্ষের যোগ্য, সৎ প্রার্থীকে উপেক্ষা করে আমরা পছন্দের দলের অযোগ্য, দুর্নীতিপরায়ণ প্রার্থী বেছে নেই নিজের দল থেকে যোগ্য প্রার্থী দাড় করানোর জন্য লড়াই না করে বা দলকে দুর্নীতি মুক্ত না করে। এটাকে আমরা নিজেদের দূরদর্শিতা বলে ভাবি। আসলে এভাবে আমরা আমাদের মানসিক যন্ত্রনাকে আরও দীর্ঘস্থায়ী করি। এ থেকে বেরুনোর উপায়? তৃতীয় শক্তির অপেক্ষা না করে নিজেই তৃতীয় শক্তি হওয়া।

দুবনা, ২২ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা