দায়

অনেক আগে আমেরিকার কোন এক শহরে এক বিড়ালকে মেয়র বা এরকম কোন পদে নির্বাচিত করা হয়েছিল বলে পড়েছিলাম। সত্য মিথ্যা বলতে পারব না, তবে তখন মনে হয়েছিল এটা সেখানকার সিস্টেমের শক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলেক্ট যেমন চালকের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই গাড়িকে গন্তব্যে নিয়ে যেতে পারে, ঐ সিস্টেম এমনকি বিড়ালকে ড্রাইভারের সীটে বসিয়েও ঠিকঠাক চলতে পারে। কিন্তু সমস্যা হয় তখন যখন সিস্টেম ফেল করে, কারণ তখন ব্যর্থতার দায়ভার নেবার কেউ থাকে না। এটা ঠিক যে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে তাইওয়ানের উত্তপ্ত পরিস্থিতি আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের বিপুল অর্থ উপার্জনের পথ করে দিয়েছে কিন্তু তাতে না সে দেশের না বিশ্বের সাধারণ মানুষের - কারো দুর্ভোগ কমছে না, বরং বাড়ছে। হয়তো আমেরিকার জনগণ আর নিজেদের শক্তিতে বিশ্বাস করে না ভাবে যাকেই নির্বাচিত করুক না কেন দেশ কিছু লোকের মর্জি মত চলবে। তারপরেও তারা যদি কী শারীরিক কী মানসিক সব দিক থেকেই সুস্থ একজন নেতা নির্বাচন না করে তাহলে সবার কপালেই কষ্ট আছে।

দুবনা, ০৩ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন