ভয়াল আগস্ট
যেসব বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকে সেখানে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেললে বিষয়টাই থাকে না। দেশ, দেশের ক্ষমতা এরকম একটি জিনিস যার পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। এটাই গণতন্ত্র। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একবার কলুষিত হয়। এরপর বিভিন্ন সময়ে যৌথ আন্দোলনের মধ্য দিয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হয়। হয় নির্বাচন। জনগণ ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় আনে। অনেক অবিশ্বাস, অনেক অভিযোগ অনুযোগের পরেও দেশে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। কিন্তু ২০০৪ এর ২১ আগস্ট সেই রাজনৈতিক সৌজন্যবোধটুকু চিরতরে ধ্বংস করে দেয়। প্রধান দুটো দল রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে পরস্পরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে না, একে অন্যের শত্রুতে পরিণত হয়। দু দলই শুধু ক্ষমতার লড়াইয়েই লিপ্ত হয় না, অনেক সময় পররস্পরকে ধ্বংস করার লড়াইয়েও লিপ্ত হয়। সেদিক থেকে ২১ আগস্টর ভয়াবহতা ১৫ আগস্ট বা ০৩ নভেম্বরের হত্যাকাণ্ডের থেকে কোন অংশেই কম নয়।
দুবনা, ২১ আগস্ট ২০২৩
দুবনা, ২১ আগস্ট ২০২৩
Comments
Post a Comment