পরিবর্তন

আজকাল ফেসবুকে প্রায়ই অনলাইন গেম বন্ধ করার আহ্বান জানিয়ে বিভিন্ন পোস্ট দেখি। এটাকে আমার মনে হয় রোগের কারণ না দেখে ওষুধ দেবার মত বা শোষণের বিরুদ্ধে লড়াই না করে শোষিত মানুষদের সাময়িক সাহায্য করার মত। আমার ধারণা বর্তমানে মানব জাতি যেসব সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে তার মূলে আছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রাইয়োরিটির পরিবর্তন। এক সময় লেখাপড়া করার মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা । আজ আমরা যখন ছেলেমেয়েদের কোথাও ভর্তি করি দেখি সেটা চাকরির ক্ষেত্রে তাদের কতটা সাহায্য করবে। জ্ঞান নয় নম্বর, বিদ্যা নয় অর্থ আজ সামনে চলে এসেছে। শুধু লেখাপড়া নয় বদলে গেছে খাদ্যাভাস। খাদ্য কতটুকু স্বাস্থ্যকর তার চেয়েও বড় কথা সেটা কতটুকু সু্স্বাদু। 
এর মানে এই নয় যে আমাদের ভালো বেতন বা সুস্বাদু খাদ্যের প্রয়োজন নেই। তবে প্রথমত আমাদের দরকার জ্ঞান ও স্বাস্থ্যকর খাবার। আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের প্রতিফলন পড়ছে পরবর্তী প্রজন্মে। তাই বদলাতে হবে নিজেদের।

দুবনা, ১৯ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা