ইঙ্গিত

এক বন্ধু প্রাইড প্যারেডে অংশগ্রহণের ছবি দিয়েছিল। কথা প্রসঙ্গে নিজে থেকেই বললো
- তুমি যা মনে করছ তা নয়। আমি তোমাদের মতই স্বাভাবিক। তবে আমি যে তাদের অপছন্দ করি না সেটা প্রকাশ করার জন্য প্যারেডে যোগ দেই।
- প্রথমত আমি কিছুই মনে করিনি। দ্বিতীয়ত আমি তাদের পছন্দ বা অপছন্দ কিছুই করি না। তবে তোমার কথায় একটা ভালো ইঙ্গিত পেলাম। 
- সেটা কি?
- তোমার গিন্নিকে যে আমি অপছন্দ করি না সেটা প্রমাণ করতে আমাকে তার সাথে ফষ্টিনষ্টি করতে হবে। 
তাই তো?
- এটা আবার তুমি কি বলছ?
- আমি কিছু বলছি না। তবে তোমার যুক্তি সেই ইঙ্গিত দেয়।

দুবনা, ২২ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা