আগস্ট ১৫

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস ভাবে হত্যা করেছিল এ দেশেরই কিছু সেনা অফিসার আর তাঁর বিশ্বস্ত কিছু মানুষ। প্রতি বছরই এই দিনটায় কিছু কিছু কথা মনে জাগে। কেন তা বলতে পারব না। তবে নিজের অজান্তেই এই কথাগুলো মনের কোণে উঁকি মারে। এবারও ব্যতিক্রম নয়। আমাদের ভূখণ্ডের সবচেয়ে সফল রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাফল্যের উজ্জ্বল প্রমাণ আমাদের স্বাধীন ভূখণ্ড, আমাদের লাল সবুজ পতাকা, সমস্ত সাফল্য ও ব্যর্থতা নিয়ে আজকের বাংলাদেশ। একই সাথে এই ভূখণ্ডের সবচেয়ে বড় ব্যর্থতাও তাঁর। এই ব্যর্থতার সাক্ষী ১৫ আগস্ট। দেশে প্রায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েও তিনি পারেননি না নিজেকে, না নিজের পরিবারের প্রায় কাউকে বাঁচাতে। সবচেয়ে বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোগীদের প্রতি অবিশ্বাস আর সন্দেহভাজন সহকর্মীদের (যেটা তিনি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে নিজেই বলেছেন) উপর অগাধ বিশ্বাস শুধুমাত্র তাঁকেই সপরিবারে হত্যা করেনি, পঙ্গু করেছে বাংলাদেশ ও বাঙালি জাতিকে। তাই ১৫ আগস্টকে শুধু শোকের দিন নয়, শিক্ষা নেবার দিন হিসেবে গড়ে তোলা আজ একান্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি মানেই ক্ষমতার লড়াই। আর ক্ষমতার মোহ এমন এক মারাত্মক গুণের অধিকারী যা সুস্থ মানুষকে মূহূর্তে পাগল করে তুলতে পারে। তাই এখানে কাউকে বিশ্বাস করেও হুঁশিয়ার হয়ে চলা অনিবার্য। বিশেষ করে আমাদের দেশে যেখানে অধিকাংশ রাজনীতিবিদ আদর্শহীন, মুখোশ যেখানে মানুষের রাজনৈতিক চেহারা। স্লোগান নয়, তাঁর স্বপ্নের দেশ গড়াই হবে আজকের দিনে বঙ্গবন্ধুর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার সত্যিকার বহিঃপ্রকাশ।

দুবনা, ১৫ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা