পড়া
প্রাথমিক ভাবে মানুষ পড়াশুনা করে কোন বিষয়ে বিশেষজ্ঞ হবার জন্য যা পরবর্তীতে তার কর্মজীবনে কাজে লাগবে। সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার স্কুলে পাঠ্যক্রমের বাইরেও প্রচুর বই পড়তে হয়। সেখানে যেমন রুশ সাহিত্য থাকে তেমনি থাকে বিশ্ব সাহিত্য। কিন্তু আমাদের দেশে অভিভাবকদের একটা বড় অংশই মনে করেন সিলেবাসের বাইরে কিছু পড়া মানে সময় নষ্ট করা, এতে সন্তানরা সঠিক জ্ঞান লাভ না করে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, নষ্ট হয়ে যায়। বাস্তবে তারা ভালো বিশেষজ্ঞ হলেও অনেক সময়ই পূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে না। আমার স্বল্প অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যেসব মানুষ নিজেদের কাজের বাইরে কোন পড়াশুনা করে না, সব দিক থেকে নিজেদের দৃষ্টি প্রসারিত করে না, একটা বয়সের পর তাদের অনেককেই মৌলবাদী বা অযৌক্তিক চিন্তাভাবনার ধারক ও বাহক হয়। আমরা যদি সন্তানদের মুক্তমনা ও উদার মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাদের ক্লাসের বাইরের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার বিকল্প নেই।
দুবনা, ২০ আগস্ট ২০২৩
Comments
Post a Comment