মান্থলি
আমি যখন ভোলগার তীরে বিকালে হাঁটি অনেকেই ভাবে হয়তোবা সাঁতার কাটতে এসেছি। কখনো কখনো যাদের সাথে সাঁতার কাটি ওরা ডাকে
জল বেশ উষ্ণ। নেমে পড়।
সেদিন এক লোক সাঁতার কেটে তীরে আসছিল আর আমি নীচে নামছিলাম কোন ছবি পাওয়া যায় কি না সেটা দেখতে।
সাঁতার কাটবে নাকি? জল কিন্তু এখনও ঠান্ডা হয়নি। নামবে?
না। ভোলগায় আমার মর্নিং শোর মান্থলি কাটা।
নেক্সট টাইম তুমি দুই বেলার টিকেট কিনতে ভুলো না।
ঠিক আছে।
মহা ঝামেলা।
দুবনা, ১৪ আগস্ট ২০২৩
Comments
Post a Comment