স্বপ্ন

সমান অধিকার আর সাম্য কেন এক নয়? এটা কি এদের মার্কেট ভ্যালু ভিন্ন বলে? কিন্তু মার্কেট ভ্যালু তো আমরা নিজেরাই তৈরি করি। তাহলে আমরা কেন সাম্যবাদের মার্কেট ভ্যালু বাড়াতে পারি না? কারণ সমান অধিকার এটা অনেকটা মৃত্যুর পরে স্বর্গ লাভের মত, অধিকারের কথা বলে আজীবন মানুষকে স্বপ্ন দেখানো যায়, শোষণ করা যায়। সাম্যবাদ বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, সবাইকে তার সুফল দিতে হয়, আর সেটা দিতে হয় এই জীবনেই। অধিকাংশ মানুষ ভাবে যেখানে আমরা নেই সেখানেই সব সুখ, নিজের দুই বেলার ভাত কাপড়ের চেয়ে কোন এক অজ্ঞাত স্থানে স্তরে স্তরে সাজানো পোলাও কোর্মা আর মিষ্টির ভান্ডারের পাশে দাঁড়িয়ে থাকা অপ্সরাদের বেশি বাস্তব মনে করে। আর এখানেই হয়তোবা কমিউনিজমের সাম্যবাদ পুঁজিবাদের সমান অধিকারের কাছে হার মেনে যায়।

দুবনা, ১২ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা