সীমাবদ্ধতা
অতল সমুদ্রের যেমন তলা আছে অসীম আকাশের তেমনি আছে সীমা। যেকোন বিষয়ের গভীরে ঢুকলেই শুধু তার সীমাবদ্ধতা বোঝা যায়। যেহেতু অধিকাংশ মানুষ সেটা পারে না বা করে না তাই তাদের প্রায় সব ব্যাপারেই ধোঁকা দেয়া সম্ভব। এভাবেই কেউ ধর্ম, কেউ তন্ত্র, কেউ বিজ্ঞানের নামে সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারে। যে নিজের সীমাবদ্ধতা জানতে বা বুঝতে পারে সে সহজেই ভিন্ন মত, ভিন্ন পথকে গ্রহণ না করলেও জায়গা করে দিতে পারে। কোন কিছুর উপর অন্ধবিশ্বাস আমাদের সেই বস্তুর সীমাবদ্ধতা দেখতে না দিয়ে আমাদের জ্ঞান ও শক্তিকে প্রকৃত পক্ষে সীমাবদ্ধ করে রাখে।
দুবনা, ০৭ আগস্ট ২০২৩
Comments
Post a Comment