রাজনীতি

চন্দ্রায়ণ -৩ এর চাঁদে সফল অবতরণের পর সারা বিশ্ব যখন প্রশংসা মুখর তখন ভারতেরই কোন কোন রাজনৈতিক নেতা এই সাফল্যকে অবমূল্যায়ন করতে তৎপর। কেউ কেউ বলছেন এটা শিক্ষার অভাব।
প্রশ্নটা শিক্ষার নয়, রাজনৈতিক সংস্কৃতির। এখন কোথাও আর কেউ প্রতিপক্ষকে সামান্যতম স্পেস দিতে চায় না। তাই অন্যদের সাফল্য যেভাবেই হোক ছোট করে। শত্রুর অবমূল্যায়ন নিজের হেরে যাবার প্রধান শর্তগুলোর একটি। আরও একটা কথা। এ রকম মেগা প্রজেক্ট কারও একক কৃতিত্ব নয়, এর সাথে জড়িত হাজার হাজার মানুষ, সত্যিকার অর্থেই উঁচু মানের বিশেষজ্ঞ। তাই নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দিতে গিয়ে হাজার হাজার সফল মানুষের ইগো ও সম্মানে আঘাত করা রাজনৈতিক ভাবে অপরিণামদর্শী। তাছাড়া দেশের এ ধরণের সাফল্যে আন্তরিকভাবে খুশি হতে না পারলে এসব নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে এটাই বর্তমান রাজনীতি - নাথিং পার্সোনাল, ওনলি বিজনেস।

দুবনা, ২৪ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা