ক্যামেরা
আমি বাসা থেকে বেড়াতে গেলে সাধারণত ক্যামেরাটা নিয়েই বেরোই। তা সে ভোলগা তীর হোক আর বন হোক। সেদিন যখন নদীর তীর দিয়ে ক্যামরা কাঁধে হাঁটছি ইউরা জিজ্ঞেস করল
ছবি শিকারে বেরুলে?
না, ক্যামেরাকে ভিগুলিভাত করাতে এলাম।
ভিগুলিভাত মানে কুকুরকে ঘুরতে নেয়া।
প্রথমে ইউরা একটু অবাক হল। আসলে অনেকেই আমার এ রকম কথা শুনে প্রথমে ভাবে আমি শব্দটার সঠিক অর্থ জানি না। তবে যখন বোঝে হেসে খুন।
দুবনা, ১৬ আগস্ট ২০২৩
Comments
Post a Comment