শক্তি
ঈশ্বর কাউকে তাঁর মত হতে বলেন না, বলেন তাঁর অনুগত হতে, তাঁর কাছে নত হতে, তিনি যা বলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে আর সর্বদা তাঁর গুনকীর্তন করতে। কেউ সেটা না করলে তিনি নাকি তাদের নরকের আগুনে পোড়ান। আমেরিকাও চায় না কোন দেশ তার মত হোক, তাকে অনুকরণ করুক। সে চায় অন্য দেশগুলো যেন তার কথা মেনে চলে, সে যা বলে সেটা করে, আর সর্বদা যেন আমেরিকার গুণকীর্তন করে। আর এ কারণেই অনুগত বিভিন্ন আরব দেশে গণতন্ত্র আছে কি নেই সেটা সে দেখে না, কিন্তু কোন দেশ একটু স্বাধীন হবার চেষ্টা করলেই সে গণতন্ত্রের পাঁচালী হাতে সেদেশে নিজের চ্যালাচামুন্ডাদের পাঠায়। দরকারে বোমারু বিমানে করে গণতন্ত্রের ক্যাপ্সুল পৌঁছে দেয়। তাই দিনের শেষ প্রশ্নটা শক্তির আর আনুগত্যের - তাদের মুখে গণতন্ত্র, মানবতা এসব ধর্ম গ্রন্থে বলা বিভিন্ন নীতিকথার মতই লোক ঠকানোর মন্ত্র।
দুবনা, ১০ আগস্ট ২০২৩
দুবনা, ১০ আগস্ট ২০২৩
Comments
Post a Comment