জয় বাংলা

ইদানিং জয় বাংলা স্লোগান নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। আজ এক বন্ধু, যিনি বাংলাদেশের বাম আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা, লিখলেন - '৭১ সালে এবং এর পরে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী কি 'জয় বাংলা' স্লোগান দিয়েছে? এই জয় বাংলা স্লোগান দিয়েই বাংলাদেশ ছাত্রও ইউনিয়ন, সিপিবি ও অন্যান্য প্রগতিশীল সংগঠনের উপর হামলা করা হয়েছিল বিভিন্ন সময়। ......

সন্দেহ নেই যে তিনি ঠিক বলেছেন। কিন্তু প্রশ্ন কিন্তু সেখানে নয়। সর্বহারার অধিকার চেয়ে এদেশে কি সন্ত্রাস চলেনি? খেমার রুজ কি সমাজতন্ত্রের কথা বলে লাখ লাখ মানুষ হত্যা করেনি? সিপিবি বা এ ধরণের রাজনৈতিক দলের মূল স্লোগান দুনিয়ার মজদুর এক হও। তারা জয় বাংলা বলবে না অন্য কিছু বলবে সেটা ভিন্ন বিষয়। বয়সে ছোট থাকলেও এখনও মনে আছে একাত্তরের কথা - যখন আমরা গাইতাম

জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে হবে নিশ্চয়
...............

আসলে ঐ সময় জয় বাংলা ছিল মন্ত্রের মত। জয় বাংলা আর মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। তাই পরে আমরা কি করেছি আর কি করিনি সেই প্রশ্নের সময় এখন নয়।

যারা বলেন গত ১৫ বছরে এই স্লোগান দলীয় স্লোগানে পরিণত হয়েছে, তারা তো এটাও স্বীকার করবেন যে এই সময়ে শুধু স্লোগান দলীয়করণ করা হয়নি, দেশটিই দলীয়করণ করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা - সবই দলীয়করণ করা হয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, দেশ - এসবই কি জয় বাংলার মতই ডাস্টবিনে ফেলে দেব? জানি, বলবেন না, তা করব না। আমরা বর্তমান অবস্থা থেকে দেশ উদ্ধার করব, মুক্তিযুদ্ধের চেতনা উদ্ধার করব। যদি সেটাই হয় - শুরু করতে হবে জয় বাংলা স্লোগান দিয়েই, এই স্লোগান দলের হাত থেকে উদ্ধার করার মধ্য দিয়ে, এই স্লোগানকে বাঙালি জাতির উত্তরণের একমাত্র স্লোগানে পরিণত করে। এই স্লোগান সরকারি হবে কি হবে না সেটা বড় কথা নয়, এটাকে আমাদের মনের, আমাদের প্রাণের স্লোগান হতে হবে। অন্তত আমার কমরেডদের কাছ থেকে এটাই আশা করব।

দুবনা, ১২ ডিসেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন