প্রশ্ন

আজ একটা ছবিতে দেখলাম ডান, বাম, মধ্যম, মৌলবাদী নির্বিশেষে দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ভারতের বিপক্ষে সরকারের ভূমিকার প্রতি সংহতি প্রকাশ করেছেন। এ ধরণের একাত্মতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও তারা সবাই মতৈক্যে পৌঁছুতে পারে নাই। তবে সমস্যা হোল ভারতের বিরুদ্ধে এক হলেও বাংলাদেশের প্রশ্নে তারা এক হতে পারবে কিনা? কারণ বাংলাদেশ শুধু ভূখণ্ড নয়, এটা শুধু জনগোষ্ঠী নয়, এটা রক্ত দিয়ে লেখা একটি সংবিধান। আজ যারা একসাথে ভারত বিরোধী স্লোগান দিলেন তারা কি একই ভাবে একাত্তরে অর্জিত বাংলাদেশের পক্ষে স্লোগান দিতে পারবেন? নাকি সবাই ২০২৪ এর স্বাধীনতাকে অরিজিনাল স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী দিনে একসাথে চলবেন?

দুবনা, ০৫ ডিসেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন