গরু
কথায় বলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এক বন্ধু জিজ্ঞেস করল "সবে মাত্র বিপ্লব হল। এখন থেকেই সন্দেহের দৃষ্টিতে দেখা কি ঠিক?" জানি না, তবে ওই যে রিগ্যান বলেছিলেন - দভেরিয়াইউ নো প্রভেরিয়াইউ - মানে বিশ্বাস করি, তবে পরীক্ষাও করি। যদি বিগত সরকারগুলোর ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব এরা সবাই অতীতমুখী। জাতি হিসেবে আমরা ৫২'র ভাষা আন্দোলনে আটকে আছি, আওয়ামী লীগ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে, বিএনপি ১৯৭৫ এর বিপ্লবে আর বর্তমান সরকার ২০২৪ এর জুলাই আগস্ট বিপ্লবে। সবার সাফল্য যেমন এসব বছর আবার ব্যর্থতা মানে - এই সব ঘটনার স্মৃতিকে/ সুফলকে নষ্ট করার পাঁয়তারা। তাই যখনই কথায় কথায় জুলাই আগস্টের বিপ্লব উচ্চারিত হয় - তখন ভয় হয় আমরা কি আবারও ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছি কি না। কারণ এসবের পরিণতি আমাদের অনেক বার দেখা হয়ে গেছে।
দুবনা, ২০ ডিসেম্বর ২০২৪
দুবনা, ২০ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment