মোশতাক

ইদানিং কালে ফেসবুকে কিছু কিছু পুরানো ভিডিও দেখা যায় যেখানে সমন্বয়ক ও উপদেষ্টাদের কেউ কেউ বঙ্গবন্ধুর জয়গানে বিশেষণ ব্যবহারের কার্পণ্য করে নাই। আবার এরাই এখন মুজিববাদ তথা শেখ মুজিবের নাম বাংলার ইতিহাস থেকে মুছে ফেলতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। আগে আমরা এধরণের লোকদের মীর জাফর বলতাম। কিন্তু বাস্তবে এদের কাজকর্ম খোন্দকার মোশতাকের কার্বন কপি যে শেখ মুজিবের পিতার মৃত্যুতে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল আর মৃত্যুর আগের দিন নাকি নিজের হাতে রান্না করে শেখ মুজিবকে খাইয়েছিল। সব দেখে মনে হয় দেশে মোশতাকরা পুনর্জন্ম লাভ করছে। সদ্য শহীদরা যেখানে সশরীরে ফিরে আসছে মোশতাকের ফিরে আসতে বাধা কোথায়?

দুবনা, ৩১ ডিসেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন