বয়স
ডঃ ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষের ১৭ বছর বয়স থেকেই ভোটাধিকার থাকা উচিৎ। ডঃ আলী রিয়াজ মনে করেন একুশ বছর বয়সী মানুষ সংসদ সদস্য হতে পারেন আর রাজনৈতিক দলগুলোর উচিৎ এক তৃতীয়াংশ প্রার্থী তরুণদের মধ্য থেকে দেয়া। তারা দুজনেই আমেরিকার সমর্থক। আমেরিকার গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চান বা সেই গণতন্ত্রের জয়গান করেন। তবে দেখা যায় আমেরিকায় কংগ্রেসম্যানদের গড় বয়স ৫৮ বছর, সিনেটরদের ৬০। সেখানে প্রায় ৯০% প্রতিনিধিদের বয়স ৪০ থেকে ৮০ মধ্যে। ডঃ আলী রিয়াজ অ্যামেরিকান নাগরিক হিসেবে এ ধরণের সংস্কার আমেরিকা থেকে শুরু করলেই পারতেন। অবশ্য হতে পারে তারা তাদের বসদের নির্দেশে এসব করছেন। আমেরিকায় এখন শিশুরা পর্যন্ত নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তারা ছেলে না মেয়ে না অন্য কোন লিঙ্গের। সমস্যা হল রাজনীতি শুধু ব্যক্তি স্বার্থের জন্য নয়, এর ফলাফলের উপর সমষ্টির, দেশের স্বার্থ নির্ভর করে। তারুণ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে অভিজ্ঞতা কম গুরুত্বপূর্ণ নয়। অভিজ্ঞতা শুধু পুঁথিগত বিদ্যা দ্বারা অর্জন করা যায় না, অর্জন করতে হয় জীবন সংগ্রামের মধ্য দিয়ে। এ জন্যেই বয়স এখানে ফেলনা নয়। বয়সের পরিবর্তে তারা যদি ন্যুনতম শিক্ষার কথা বলতেন খারাপ হত না, তবে দেশের বর্তমান অবস্থায় সার্টিফিকেট কেনা তো খুব বড় সমস্যা বলে মনে হয় না। এসব প্রশ্ন তোলা হচ্ছে মূলত সমন্বয়কদের রাজনৈতিক দল গড়ার কথা মাথায় রেখে। তবে একবার ভুল সিদ্ধান্ত নিলে সেটা সংশোধন করা খুব সহজ নয়। আমার মনে হয় দেশের রাজনৈতিক দলগুলোরও এসব বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার। এরা দুজন সাময়িক, এক পা দেশে আরেক পা আমেরিকায়। কিন্তু তাদের কাজের মাশুল এক সময় আপনাদেরই দিতে হবে। তাই সময় থাকতে এসব নিয়ে গভীর ভাবে চিন্তা করুন। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করুন।
দুবনা, ২৯ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment