সাব পিকনিক
আজ সারাদিন জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি আরও যে জিনিসটি আমাকে আকর্ষণ করেছে সেটা হল সাবের পিকনিক। সাব - সোভিয়েত ফেরত বাংলাদেশি গ্র্যাজুয়েটদের প্রাণপ্রিয় সংগঠন। আমরা যারা বাইরে থাকি তারা সাবের অন্যান্য সাংগঠনিক কাজকর্মের সাথে তেমন পরিচিত না হলেও পিকনিকের সাথে পরিচিত। অনেকেই পিকনিকের কথা মাথায় রেখে দেশে যাবার পরিকল্পনা করি। বিগত সাব নির্বাচন নিয়ে অনেক কাঁদা ছুঁড়াছুঁড়ির পরে পিকনিক কেমন হয় তা নিয়ে এক ধরণের আশংকা ছিল। আশংকা এমন নয় যে পিকনিক হবে না, পিকনিকে সবাই আসবে কিনা সেই আশংকা, সাবের ঐক্য টিকে থাকবে কিনা সেই আশংকা। কয়েকদিন আগেও সিরাজের পোস্ট করা লিস্টে বন্ধুদের নাম না দেখে হতাশ হয়েছিলাম। তবে আজ ওরা যখন পিকনিক স্পট থেকে ফোন করে আমাকে জন্মদিনের অভিনন্দন জানালো - যার পর নাই খুশি হয়েছি। যতটা না আমাকে মনে রাখার জন্য, তারচেয়ে বেশি ওরা পিকনিকে গেছে বলে। দিনের শেষে সাব আমাদের সবার সংগঠন। কে ভোটে জিতল আর কে হারল তারচেয়েও বড় কথা যারা কার্যকরী কমিটিতে আছে তারা কতটুকু আন্তরিকতার সাথে কাজ করছে, কত বেশি সদস্যদের সাবের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করতে পেরেছে। সেদিক থেকে আমার মনে হয়েছে বর্তমান কমিটি, বিশেষ করে এর সাধারণ সম্পাদক সিরাজ খুবই সফল। সাব ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি, আমাদের ভালো লাগে ঠিক যেমন যেই ক্ষমতায় থাকুক না কেন দেশ ভালো থাকলে আমাদের ভালো লাগে। সুন্দর পিকনিক উপহার দেবার জন্য সবাইকে প্রাণঢালা অভিনন্দন। ভালো থাকবেন সবাই। সুস্থ থাকবেন। খুশি থাকবেন। তাহলে সুখও চলে আসতে পারে।
দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৪
দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment