উত্তর
গতকাল থেকে ফেসবুক ভরে গেছে ৩১ ডিসেম্বরে আসন্ন ঘোষণার খবরে। বলা হচ্ছে সেদিন বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে। জুলাই আগস্টের এই আন্দোলনে দলহীন ও দলছুট এসব সমন্বয়ক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন উপস্থিত ছিল যারা বাহাত্তরের সংবিধানে অথবা বিভিন্ন সংস্কার সহ এই সংবিধানে আস্থা রাখত এবং এর উপর ভিত্তি করেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাত। বাহাত্তরের সংবিধানের কবর দেয়া সম্পর্কে তাদের মতামত জানা জাতির জন্য জরুরি। একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ এককভাবে সেই বিজয় কুক্ষিগত করে। আজ বৈষম্য বিরোধী ছাত্ররা কি সেই একই পথে চলছে না? জনতার বিজয়কে কেন বার বার কোন না কোন গোষ্ঠী কুক্ষিগত করতে পারছে সে প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলোকে খুঁজতে হবে।
দুবনা, ৩০ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment