বন্ধুত্ব

সিরিয়া থেকে বিভিন্ন রকমের খবর আসছে। পতনের হাত থেকে শেষ মুহূর্তে আসাদকে বাঁচিয়েছিল রাশিয়া। সেটাও অনেক বছর আগে। এরপর অনেক জল গড়িয়েছে, পৃথিবী নাচতে নাচতে বহু বার সূর্যকে প্রদক্ষিণ করেছে কিন্তু আসাদ মনে হয় দেশ ও নিজেকে রক্ষার জন্য খুব বেশি কিছু করেননি ইরান আর রাশিয়ার উপর নির্ভর করা ছাড়া। কিন্তু ঈশ্বর তাদের সহায় হন যারা নিজেদের সহায়তা করে। ভাগ্যও এই ফর্মুলা মেনেই চলে। বন্ধু থাকা ভালো তবে বন্ধুর উপর খুব বেশি নির্ভরশীল হলে সেই বন্ধুত্ব হয় প্রভূত্বে পরিণত হয় অথবা নিরাসক্তিতে। কারণ বন্ধুর নিজের অনেক সমস্যা থাকে। তাকে সেসব সমস্যা সমাধানে সময় দিতে হয়। 

মস্কোর পথে, ০৮ ডিসেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন