নয়া জামানা
কাদেরের ছিল ছাত্রলীগ আর হেলমেট লীগ। ছাত্রলীগের আর কিছু থাক না থাক কমিটি ছিল, অফিস ছিল। মানুষ অন্তত এদের চিহ্নিত করতে পারত। এখন সেই স্থান দখল করেছে মব। মবের কোন কমিটি নেই, নাম নেই, ধাম নেই। এরা বিমূর্ত। ধরাছোঁয়ার বাইরে। ঠিক যেমনটি এক সময় ছিল ক্রসফায়ার। আসলে ক্রসফায়ার বেচারাও বেওয়ারিশ ছিল না। অন্ততঃ পুলিশ বা ব়্যাবকে এ নিয়ে গালি দেয়া যেত। কিন্তু মব! এরাই তো জনতা। একটু ক্ষিপ্ত এই আর কি। তারা একই সাথে ওঝা ও সাপ, শাসক, শোষক এমনকি শোষিত। ক্ষুদ্র ঋণ প্রকল্পের বৃহৎ বাস্তবায়ন। ঋণ গ্রহীতা কৃষক শুধু ব্যাংকের কাছে দায়বদ্ধ নয়, ব্যাংকের চালকও। শত হলেও নোবেলবিজয়ী বুদ্ধি। একেবারে ধরি মাছ না ছুঁই পানি। ঠিক যেমনটি আমাদের সরকার।
মস্কো, ০১ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment