বিজয় দিবস
১৬ ডিসেম্বর - বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনটির জন্য অপেক্ষা করেছে কোটি কোটি মানুষ। বিজয় শুধু জয়ের আনন্দ নয়, ভয়ের শেষ, নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়ানোর দিন শেষ, বাড়ি ফেরার, আবার বন্ধুদের দেখা পাওয়ার, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় স্বজনদের সাথে মিলিত হবার অপেক্ষার শেষ। নিয়তির কী নির্মম পরিহাস, আজ এই বিজয় দিবসের প্রাক্কালেই আবার প্রশ্ন উঠেছে সেই স্বাধীনতা কি স্বাধীনতা ছিল, সেই বিজয় কি বিজয় ছিল? প্রশ্ন আমাকে হতাশ করে না, কেন না একজন বিজ্ঞানী হিসেবে প্রশ্ন করা ও তার উত্তর খোঁজাই আমার পেশা। গবেষণা করতে গিয়ে আমরা অহরহ আগের অনেক কাজ বাতিল করি, অনেক কাজ উৎকৃষ্ট করার চেষ্টা করি। এটাই বিজ্ঞানের মূল কথা। কিন্তু সেই সাথে আমরা আগের কাজের উল্লেখ করতেও ভুলি না। এজন্যেই আমরা বলি আমরা আরও দূরে দেখি কারণ আমরা বিশাল বিশাল দৈত্যের কাঁধে বসে আছি। এটাই পরম্পরা, এটাই অতীতের সাথে ভবিষ্যৎকে এক সূতায় বাঁধা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার কদর কখনোই ছিল না। সব নতুন শাসক নতুন করে ইতিহাস লেখে, সবাই হতে চায় শেষ মেসিয়াহ। কিন্তু এতে করে একাত্তরের তিরিশ লক্ষ শহীদের রক্তের মূল্য এতটুকু কমে না, দুই লাখ মা বোনের ত্যাগ এতটুকু ম্লান হয় না। রাজনীতিবিদ আসে, রাজনীতিবিদ যায় কিন্তু একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ, একটি জাতি, একটি সঙ্গীত, একটি পতাকা কোটি কোটি মানুষের মনে চির অম্লান থেকে যায়।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
মস্কো, ১৬ ডিসেম্বর ২০২৪
Comments
Post a Comment