প্রশ্ন
কোন কোম্পানির পরিচালক কমিটি যেমন কোম্পানির সব রকম ভালো মন্দের জন্য দায়ী তেমনি কোন দেশের সরকার দেশের সমস্ত ভালো মন্দের জন্য জনগণের কাছে দায়বদ্ধ। দেশের ভালো মন্দ নির্ধারিত হয় আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির উপরে ভিত্তি করে। রাজুর ভাস্কর্যের সামনে নারীর পুত্তলিকা ঝুলিয়ে যা করা হল এটা শুধু নারীর অবমাননা নয়, মানবতা ও সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আর এটা হয়েছে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয়ে। বর্তমান সরকার প্রধান পশ্চিমা বিশ্ব দ্বারা লালিত, পালিত ও স্থাপিত। নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রধান উপদেষ্টা অন্তত মুখরক্ষার জন্য হলেও এ ধরনের কর্মসূচিতে বাধা দিতে পারতেন কারণ এই কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে দেশের ও তাঁর নিজের ভাবমূর্তি কালিমা লিপ্ত করে। সেটা না করার মধ্য দিয়ে সরকার বুঝিয়ে দিল তাদের লক্ষ্য আসলে পাকিস্তান নয় দেশকে আফগানিস্তান বানানো। আর কত প্রমাণ পেলে বুদ্ধিজীবীদের মোহ ভাঙবে, তাঁরা ঘুরে দাঁড়াবেন? নাকি আমাদের বুদ্ধিজীবীরা আসলে ভদ্রবেশী তালিবান?
শেখ হাসিনার আমলে একদল বুদ্ধিজীবী অন্ধভাবে তাঁকে সমর্থন দিয়েছেন, অন্যেরা করেছেন অন্ধ বিরোধিতা। তখন তাঁরা দেশের চেয়ে দলের স্বার্থ রক্ষায় নিজেদের বেশি ব্যস্ত রেখেছেন। এখন না আছে বিরোধিতা না সমর্থন। বুদ্ধিজীবী হাওয়া। আসলে শুধু বুদ্ধিজীবী কেন শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিক সব হাওয়া। সময় কিন্তু বসে থাকে না। সময়ের সাথে সব অবিরাম বদলে যায়। এভাবে হাল ছেড়ে দিলে একদিন দেখা যাবে সব দখল হয়ে গেছে, সবকিছু নষ্টদের হাতে চলে গেছে। কিন্তু তখন অনেক দেরী হয়ে গেছে। দেশ সমাজ সব চলে গেছে অনেক দূরে শত সহস্র বছর আগের কোন মধ্যযুগীয় ব্যবস্থায়।
মস্কোর পথে, ০৪ মে ২০২৫
Comments
Post a Comment