উপলব্ধি
হঠাৎ করেই বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন উপলব্ধি জাগে মনে। ইদানিং দেশে যা ঘটছে আর যা ঘটার কথা ছিল তার মধ্যে যোজন ফারাক দেখে আজ এরকম এক ভাবনার উদ্রেক হল।
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজের স্বেচ্ছাচারিতা থেকে রেহাই পাওয়ার জন্য ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দেয় তার প্রধান সেনাপতি মীর জাফর এই বিশ্বাসে যে মসনদ এরপর তার হবে। ফলাফল - ১৯০ বছরের ইংরেজ গোলামী।
২০২৪ সালে বিদেশি শক্তির সাথে চুক্তি করে হাসিনার স্বৈরাচারী শাসনকে হটিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল অনেকেই। আপাত ক্ষমতাসীন হলেও ক্ষমতার চাবিকাঠি বিদেশে।
আগে বিদেশে অর্থপাচার হত, এখন সেখানে ক্ষমতা পাচার হয়। আগে এক মীর জাফর ছিল এখন এরা দলে দলে। তাই যারা ভাবছে ২০২৪ তাদের ১৯৪৭এ ফিরিয়ে নিয়ে গেছে তারা ভুল করছে, তারা আসলে ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে ফিরে গেছে আরও কয়েক শ' বছর বিদেশি শাসনের ঘানি টানার জন্য।
প্রশ্ন হল সব মীর জাফর কি বুঝছে যে সে মীর জাফর?
দুবনা, ১০ মে ২০২৫
Comments
Post a Comment