শেকড়
বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে গুজবের অন্ত নেই। বিভিন্ন দেশে সাংবিধানিক সরকারের পাশাপাশি ছায়া সরকার বা শ্যাডো গভর্ণমেন্ট, ডীপ স্টেট ইত্যাদির নাম শোনা যায়। বাংলাদেশে এদের উপস্থিতি নিয়ে তেমন কিছু শোনা যায় না। তবে অন্যান্য যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের একটি পার্থক্য স্পষ্ট - সামরিক হোক আর বেসামরিক হোক আগের সরকারগুলো জনগণকে আস্থায় আনার চেষ্টা করত, বর্তমান সরকার বিদেশী শেয়ার হোল্ডারদের বিশ্বাসের উপর বেশি গুরুত্ব দেয়। আগের সরকারগুলোর প্রায় সবটাই জনসম্মুখে ছিল, তারা জনগণের কাছে নিজেদের পাতে তোলার মত একটি ভাবমূর্তি তৈরি করতে সচেতন ছিল। এই সরকার বা সরকারের সাথে জড়িত অনেকেই কীভাবে তারা জনগণকে ধোঁকা দিয়েছে, কীভাবে তথ্য ম্যানিপুলেট করেছে, পুলিশ হত্যার মত ফৌজদারী অপরাধ করেছে সেটা বুক ফুলিয়ে জোর গলায় বলে। বর্তমান সরকার আইসবার্গের চূড়া, এর নীচে কী আছে এবং কোথায় আছে সেটা সাধারণ মানুষ তো বটেই এমনকি সরকারের সাথে জড়িত অনেকের দৃষ্টির আড়ালে। যতদিন পর্যন্ত এই শেকড়ের সন্ধান না পাওয়া যায় ততদিন পর্যন্ত জাতি পুরোপুরি মুক্তি পাবে বলে মনে না।
দুবনা, ২৪ মে ২০২৫
Comments
Post a Comment