সামঞ্জস্য
কোন আইন কখনোই পারফেক্ট বা নিখুঁত নয়, কেননা সময়ের সাথে নতুন নতুন সমস্যার সম্মুখীন হয় মানুষ আর সেই সমস্যা থেকে নিজেকে রক্ষার জন্য নতুন সমাধান খোঁজে। এটা যেমন সমাজে, তেমনি বিজ্ঞানে, চিকিৎসায়, চলনে বলনে জীবনের সর্বক্ষেত্রে সত্য। জীবনকে পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হলে এদের অবিরাম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কোনটা আগে বা কোনটা পরে প্রশ্ন সেখানে নয়, আসল কথা নিজেদের এই পরিবর্তনের জন্য খোলা রাখা এবং সেটা গ্রহণ করা। কোন ভালো আইনও কোন কাজে আসে না যদি সেই আইনের পক্ষপাতদুষ্ট ব্যবহার হয় আর কোন আইন ভালো হতে পারে না যদি না তা সবার জন্য সমান হয়। আজ সংস্কার আগে না নির্বাচন আগে এ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। সংস্কার প্রয়োজন এটা যেমন সত্য তেমনি সত্য যে এমনকি বর্তমান ব্যবস্থার নিরপেক্ষ প্রয়োগ দেশকে একটি গ্রহণযোগ্য সংসদ উপহার দিতে পারে। আর জনগণের রায়ে নির্বাচিত সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার প্রণয়ন করে তাহলে আর ডিম আগে না মুরগি আগে এই নিয়ে বিতর্ক করে চায়ের টেবিলে ঝড় ওঠাতে হবে না।
মস্কোর পথে, ২৫ মে ২০২৫
Comments
Post a Comment