সাবধানতা

কেউ যখন ভালো কথা বলে সেই কথাকে প্রচার করে আমরা শুধু সেই ধারণা নয় যে বলে তার পক্ষেও প্রচার করি। দেশের এক নামকরা লেখক ও সাংবাদিককে সেটাই করতে দেখলাম।

এমনকি জীবনে যে কখনোই সত্য কথা বলেনি সেও আদালতে দাঁড়িয়ে বলে "যাহা বলিব সত্য বলিব"। যদিও সে নিজেও জানে তার এই প্রতিজ্ঞা ডাহা মিথ্যা তারপরও আদালত এটাকে সত্য বলেই গণ্য করে। এভাবেই ন্যায় ও অন্যায়ের প্রতিনিধিত্বকারী দুই জন নিজ নিজ অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল থাকে। 

"ভুল হলে শিক্ষা নিয়ে এগুতে চাই" - এটা নিঃসন্দেহে মুক্ত মনের বাণী। তবে এই কথা যারা উচ্চারণ করে তারা সবাই যে মুক্তমনা এটা ভাবা ভুল। এক্ষেত্রে কথা নয়, কাজকে প্রাধান্য দেয়াই শ্রেয়। জুলাই অভ্যুত্থানের নায়কদের কথা ও কাজের অসামঞ্জস্য বৈষম্য বিরোধিতা, সাম্য, ন্যায় বিচার ইত্যাদি ধারণার বিষয়ে তাদের আসল মনোভাব সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। তাই শুধু মাত্র কথার উপর নির্ভর করে তাদের নতুন করে বিশ্বাস করলে সেটা জনমনে নতুন হতাশার জন্ম দিতে পারে।

দুবনা, ১৭ মে ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

নেতা