বাইপাস

দীর্ঘদিন বিদেশে থেকে একটি বিষয় খেয়াল করেছি - বাংলাদেশী যেখানেই থাকুক না কেন, সে আজীবন বাংলাদেশী থেকে যায়, বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির মধ্যে। ব্যতিক্রম যে নেই তা কিন্তু নয়, তবে সেটা ধর্তব্যের মধ্যে নয়। 

আমাদের বিভিন্ন আন্তর্জাতিক খেলোয়াড়রা শুধু দেশের বাইরেই আন্তর্জাতিক‌। দেশের ভেতরে আবার যে লাউ সেই কঁদু। ক্ষমতালোভী, অর্থলোভী, ধান্দাবাজ। এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। 

ডঃ ইউনুসকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে, অনেকেই তাঁকে দেশের ত্রাণকর্তা মনে করে, একজন সহজ, সরল, কর্মঠ ও সৎ লোক মনে করেন যার নিজের কিছু নেবার নেই দেবার জন্য আছে সব - সর্বহারার ঠিক উল্টো রূপ। অবাক লাগে ভেবে যে তিনি জীবনে কখনোই নিজেকে ক্ষমতা বা অর্থের প্রতি নির্লোভ প্রমাণ করতে পারেননি। গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ আঁকড়ে রাখার, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের অবস্থা পরিবর্তনের কথা থাকলেও হাজার হাজার সাধারণ মানুষের ভোগান্তির কারণ হওয়া, এমনকি ক্ষমতায় এসে তড়িঘড়ি করে নিজের প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা ঋণ মওকুফ, নিজের ব্যাংকের জন্য বিশেষ সুবিধা গ্রহণ করা - এসব আর যাই করুক না করুক তাঁর সততা নিয়ে, তাঁর নির্লোভ চরিত্র নিয়ে প্রশ্ন করার সুযোগ দেয়। 

এসবের পরেও কেন বিনা নির্বাচনে তাঁকে পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব দিতে হবে? তিনি যদি সৎ, যোগ্য, সর্বজনের কাঙ্ক্ষিত হন তাহলে নাটক না করে নির্বাচনে দাঁড়িয়ে সরাসরি জনগণের ম্যান্ডেট অর্জন করতে বাধা কোথায়? সেটা তো তাঁকে আরোও শক্তিশালী করবে।

তাই যারা এই সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার ওকালতি করছে তাদের বলব, তাদের এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোন আমার কোন আপত্তি নেই, তবে সেটা যেন তারা সাংবিধানিক পথেই করে, আইনকে বাইপাস করে নয়। 

আরও একটা কথা - যে সেনাপতি সৈনিকের চেয়ে নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত সেই সেনাপতি সাধারণত যুদ্ধে জিততে পারে না।

মস্কো, ২৬ মে ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু