যুদ্ধ
অনেক আগে এক পরিচিত লোক বলেছিল - মস্কোর বাংলাদেশীরা লাশ দেশে ফেরৎ পাঠানোর জন্য চাঁদা দেয়, অথচ এরচেয়ে অনেক কম টাকায় হয়তো তাঁকে বাঁচিয়ে তোলা যেত।
ফেলানীদের মৃত্যু হলে সারা দেশ উত্তাল, অথচ আগে এই দরদ দেখালে ফেলানিদের হয়তো সীমান্তেই যেতে হত না, কাঁটাতারের বেড়া পার হবার চেষ্টা করতে হত না।
যদি মানুষের প্রতি এতই দরদ তাহলে সীমান্ত সমস্যা কেন সমাধান করা হয় না? আসলে সমস্যা জিইয়ে রাখাই অনেকের জন্য সমাধান - এতে ভোট ভোট খেলা যায়। মানুষের প্রকৃত ও মৌলিক সমস্যার সমাধান না করে এসব সমস্যা সামনে এনে তাদের ভুলিয়ে রাখা যায়।
বার বার যখন সীমান্তে এসব ঘটনা ঘটে তখন শান্তিপ্রিয় মানুষের নিজ নিজ দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করা উচিৎ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার জন্য। এসব যুদ্ধে সবাই হারে, জিতে শুধু সাগর পারের বনিক।
দুবনা, ১০ মে ২০২৫
Comments
Post a Comment