সংস্কার?

বাংলাদেশে গত প্রায় এক বছর যাবৎ সংস্কার চলছে। এটা মনে হয় ভবিষ্যতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হিসেবে ব্যবহার করবে শিক্ষার্থীরা অবশ্য যদি ততদিনে শিক্ষার্থী নামক প্রজাতি টিকে থাকে। সারভাইব্যাল অফ দি ফিটেস্ট তত্ত্ব অনুযায়ী ছাত্র প্রজাতি এই মূহুর্তে সবচেয়ে শক্তিশালী হলেও তারা দিন দিন শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে। জ্ঞান নয় ক্ষমতা অর্জন হয়ে উঠেছে তাদের জীবনের লক্ষ্য। তাই এদের শিক্ষার্থী না বলে ক্ষমতার কাঙ্গাল বলাই ভালো। তবে এতে ছেলে বুড়ো সবাই এককাট্টা।

বাংলাদেশের মানুষ বরাবরই সংস্কারের চেয়ে কুসংস্কারে বেশি বিশ্বাসী। এবারেও ব্যতিক্রম ঘটবে বলে মনে হয় না। যেসব কালা কানুন সবার আগে বাতিল করার কথা ছিল সেগুলোই আজ বেশি বেশি করে প্রয়োগ করা হচ্ছে। সংবিধান থেকে শুরু করে সব ক্ষেত্রে যেসব সংস্কার প্রস্তাব করা হচ্ছে তা দেশকে সামগ্রিক ভাবে যতটা না এগিয়ে নিয়ে যাবে পিছিয়ে নেবে তার থেকে শতগুণ বেশি। সংস্কার হচ্ছে সংস্কারের জন্য। দেশের ও জনগণের স্বার্থে নয়, ব্যক্তি বা দলীয় পছন্দ অনুযায়ী বদলে যাচ্ছে ভালো মন্দের সংজ্ঞা। তাই চলমান পরিবর্তনকে সংস্কার না বলে কুসংস্কার বলাই শ্রেয়।

দুবনা, ২১ মে ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

নেতা