গণতন্ত্র
আওয়ামী লীগ সহ তার বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হল। যমুনার সামনে গত কয়েকদিন যে নাটক ঘটল তাতে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে সেটা মেটাকুলাসলি ডিজাইন্ড। জনতার চাপের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এই ন্যারেটিভ তৈরি করতে এই নাটক। আওয়ামী লীগ যে বিভিন্ন অপরাধে অপরাধী তাতে সন্দেহ নেই। তবে তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করলে দেশে আওয়ামী লীগের চেয়েও বেশি সন্ত্রাসী সংগঠনগুলোকেও নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা উচিত। বিচারের আওতায় আনা উচিত তাদের যারা আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হয়ে সন্ত্রাস চালিয়েছে। যারা আজ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ায় উল্লাস করছে তাদের আওয়ামী লীগের নিকট অতীত থেকে শিক্ষা নিতে বলব। কারণ এভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে তা দেশের রাজনীতিতে দীর্ঘকালীন প্রভাব ফেলবে। যারা ইউরোপ আমেরিকায় বসে দীর্ঘদিন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদের উচিৎ হবে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়া। অবশ্য তারা যদি আওয়ামী বিরোধিতা করার জন্য গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাহলে করার কিছু নেই। কিন্তু তারা যদি সত্যিকার অর্থেই গণতন্ত্রের সৈনিক হয়, স্বৈরাচার বিরোধী হয় তবে এটা হবে তাদের জন্য লিটমাস টেস্ট। বাংলাদেশের ইতিহাসের ভেক্টর বা দিক নির্দেশনা একমুখী - সেটা প্রতিটি পরবর্তী সরকার পূর্ববর্তী সরকারের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অগণতান্ত্রিক, প্রতিপক্ষ দমনে আরও বেশি হিংস্র, নির্দয়। আশা করব গণতান্ত্রিক ও ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশে বিশ্বাসী মানুষ সাময়িক লাভ লোকসানের কথা ভুলে সুদূরপ্রসারী পরিকল্পনা করবে আর সেই ভাবনা থেকেই তাদের লড়াই অব্যাহত রাখবে।
একথা অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগের বর্তমান নাজুক অবস্থার জন্য দায়ী তার দুঃশাসন, দলকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা আর রাজনীতির বানিজ্যিকরণ। আর এসবের অবসান করতেই জুলাই আগস্টের আন্দোলন। কিন্তু বাস্তবতা হচ্ছে হেলমেট বাহিনীর স্থানে এসেছে মব, রাজনীতি এখন আগের চেয়েও অসুস্থ, আগে তবু দুঃশাসন ছিল এখন তার জায়গা দখল করেছে অরাজকতা। তাই বর্তমানে যা ঘটছে তার প্রতিবাদ মানে আওয়ামী লীগের পক্ষে বলা নয়, এটা করতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য। অন্যায় দিয়ে অন্যায়ের প্রতিবাদ নয়, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠা করেই আমাদের অন্যায় রুখতে হবে।
মস্কোর পথে, ১১ মে ২০২৫
Comments
Post a Comment