যুদ্ধ

আইনস্টাইন বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষ কোন অস্ত্র ব্যবহার করবে তিনি জানেন না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষ যে লাঠি ব্যবহার করবে সে বিষয়ে তাঁর সন্দেহ নেই। 

উপমহাদেশে এখন যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। সবাই যুদ্ধ চাইছে। বিশেষ করে সেই সব মানুষ যারা নিজেরা যুদ্ধে যাবে না কিন্তু অন্যের মৃত্যু নিয়ে রাজনীতি করবে। তবে আমাদের লোকজন ও রাজনীতিবিদরা ধ্বংস আর মৃত্যুর কথা ভাবছে না, সবাই জয়ের নেশায় উন্মত্ত। এদের অবশ্য হারানোর কিছু নেই। কেউ চায় মদিনা সনদ, কেউ বৈদিক যুগ কেউবা আদম হাওয়ার আমল। সে হিসেবে আসন্ন যুদ্ধ সবার মনোবাসনা পূর্ণ করার ক্ষমতা রাখে। 

যুদ্ধ মানেই অরাজকতা। যুদ্ধ মানেই আইন শৃঙ্খলার অধঃপতন। গত নয় মাসে দেশের মানুষ কমবেশি অরাজকতার বর্ণমালা আত্মস্থ করেছে। কিছু লোক নিজেদের বিধ্বস্ত ঘরবাড়ি দেখলেও অধিকাংশ মানুষ এটা এড়িয়ে গেছে। যুদ্ধ শুধু বৃহৎ পুঁজি ও ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের জন্য লাভজনক। বাকি সবার জন্য কষ্টকর, ক্ষতিকর। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইউক্রেন এই শিক্ষাই দেয়। তাই নিজের ও পরবর্তী প্রজন্মের কথা ভেবে অন্যের যুদ্ধে নিজের জড়িয়ে পড়াকে না বলুন।

দুবনা, ০৩ মে ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

নেতা