আইভী

নারায়নগঞ্জের মেয়র আইভীকে গ্রেফতার করা হল। আইভী পারিবারিক ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত হলেও বিভিন্ন বিষয়ে স্বাধীন দৃষ্টিভঙ্গি পোষণ করত। ওর আরেকটি পরিচয় - ও সোভিয়েত গ্র্যাজুয়েট। সেই সূত্রে আমাদের পরিচিতি ও কাছের মানুষ। বিগত বছরগুলোতে ও এমনকি আওয়ামী লীগের হাই কমান্ডের বিরোধিতা করতে দ্বিধা করেনি। দেশে যখন ছোট বড় সব ধরণের রাজনীতিবিদদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে ও ছিল সৎ, স্বচ্ছ, জনতার কাছের মানুষ। জয় বাংলা স্লোগান দেবার ফলে ওকে গ্রেফতার করে সরকার নিজের দুর্বলতা নতুন করে প্রকাশ করল। আর ওর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে সরকার প্রমাণ করল যে স্বৈরাচার, কর্তৃত্ববাদ এসব দিকে সে শেখ হাসিনার সরকারকে ছাড়িয়ে গেছে। যেখানে স্বঘোষিত খুনিরা সরকারের আশেপাশে মুক্ত বিহঙ্গের মত ঘুরছে সেখানে মিথ্যা মামলায় আইভীর গ্রেফতার বাংলাদেশ নামক রাষ্ট্রকেই হাস্যকর করে তুলেছে।

দুবনা, ০৯ মে ২০২৫


Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

রিংকু