লেখকের সততা
ফেসবুকে বিভিন্ন ধরণের লেখা পড়ি। তবে চেষ্টা করি সেই সব লোকদের লেখা পড়তে যা পরে কিছু জানা যায়। কখনো কখনো দেশ বিদেশের বিভিন্ন ঘটনা জানার জন্যেও পড়ি। সেক্ষেত্রে বিভিন্ন লেখা পড়ি যাতে একটা ধারণা হয় পরিস্থিতি সম্পর্কে। কয়েক দিন আগে একটা লেখায় পড়লাম কীভাবে বিগত জুলাই আগস্টের আন্দোলন সেক্যুলার পোশাকে শুরু হয়ে পরে তা ধর্মীয় বয়ান পেয়েছে অথবা সেক্যুলার ছদ্মবেশে এসে সবাইকে নিয়ে আন্দোলন করে পরে আন্দোলনের ফসল হাইজ্যাক করে ইসলামী শিবিরে নিয়ে গেছে। এখানে দ্বিমত প্রকাশের তেমন সুযোগ নেই। তবে সেখানেই শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে পুতিনের ১০ হাজার ছাত্র হত্যার উল্লেখ করা হয়েছে। এটা ঠিক যে আন্দোলনে ঠিক কত লোক মারা গেছে এবং কাদের হাতে মারা গেছে সেটা নিয়ে দ্বিমত আছে। বিশেষ করে যখন অনেক সমন্বয়ক নিজে থেকেই বলেছে যে যত মারা গেছে তার চেয়ে বেশি বলা হয়েছে জন সমর্থন আদায় করার জন্য। এছাড়া অনেক শহীদ ইতিমধ্যে ফিরেও এসেছে। কিন্তু শেখ হাসিনা একা এত লোক হত্যা করেনি বা অন্যদের তুলনায় সেটা নগণ্য এটা প্রমাণ করতে গিয়ে কি পুতিন বা অন্যদের টেনে আনা এতই দরকার? এটা শুধু সত্যের অপলাপ নয় লেখকের অন্যান্য দেশের বাস্তবতা সম্পর্কে অজ্ঞতার প্রকাশ। ৪০ বছরের ওপরে রাশিয়া থাকার ফলে এখানকার পরিস্থিতি কমবেশি খারাপ জানি না। এখানে পুলিশ গুলি করে না। আমেরিকা বা ফ্রান্সে পুলিশের গুলিতে যত লোক মারা যায় সেটা রাশিয়ায় অকল্পনীয়। অনেক সময় দস্যুদের গুলিতে উল্টো পুলিশ মারা যায়। এটা সোভিয়েত প্র্যাক্টিস। তাই তো ২০১৩ সালে ইনুকোভিচের সেনারা গুলী খেয়েও প্রত্যুত্তর দেয় নি। ফলাফল সবার জানা। এখানে যেটা করে মিটিং মিছিলে ভাঙচুর করলে বা অননুমোদিত (যাতে মানুষের অসুবিধা না হয় তাই আগে থেকেই স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হয়, সেক্ষেত্রে এসব রাস্তায় যান চলাচল যাতে ব্যাহত না হয় তাই গাড়ির জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়) মিটিং মিছিল হলে এদের ধরে নিয়ে যাওয়া হয়। সাধারনত প্রটোকল লিখে ছেড়ে দেয়া হয় আর এদের বয়স আঠারোর কম হলে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়। এসব না জেনে কাউকে দশ হাজার ছাত্র খুনের অভিযোগে অভিযুক্ত করা এসব লেখকদের সত্য সন্ধানের চেষ্টার সততা প্রশ্নবিদ্ধ করে। অসত্য বা মিথ্যা তথ্য ব্যবহার করে সত্য প্রতিষ্ঠা করা যায় না। একটা অন্যান্য দিয়ে আরেকটা অন্যায় জাস্টিফাই করা যায় না।
দুবনা, ১৩ মে ২০২৫
দুবনা, ১৩ মে ২০২৫
Comments
Post a Comment