চুটকি নয়

বরিস ইয়েলৎসিনের প্রধানমন্ত্রী ভিক্তর চেরনোমীরদিন তাঁর ছোট ছোট বাক্যের জন্য জনপ্রিয় ছিলেন। এসব বাক্যের একাধিক অর্থ সেই দুঃসময়েও মানুষের মুখে হাসি ফোটাতে। এর দুটো ছিল 

চেয়েছিলাম ভালো কিছু করতে কিন্তু ফল পেলাম বরাবরের মতই।
জুলাই অভ্যুত্থানের একটা মূল লক্ষ্য ছিল অর্থ পাচার বন্ধ করা। কিন্তু বিগত নয় মাসে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের সংবাদ শুনে মনে হয় আমাদের চাওয়াটা যাই হোক না কেন পাওয়াটা ঠিক বরাবরের মতই।

তাঁর আরেক বিখ্যাত উক্তি ছিল 
বাঁচব খুব কষ্টে তবে অল্প কয়েক দিন। 

যদিও তিনি কষ্ট দ্রুত কাটবে সেটা বোঝাতে চেয়েছিলেন তবে অল্প দিন বাঁচবে এই অর্থে নিয়ে মানুষ আবার মস্করা শুরু করে।

দেশে যেভাবে গণপিটুনি থেকে শুরু করে বিভিন্ন ভাবে লোক মারা যাবার খবর দেখা ও শোনা যায় তাতে মনে হয় চেরনোমীরদিনের বাণী রাশিয়ায় সত্য হলেও দেশে সত্য হচ্ছে জনগণের আশঙ্কা বা সেসব বাণী নিয়ে জনতার মস্করা।

দুবনা, ১৮ মে ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

রিংকু