ভাবনা নিয়ে ভাবনা

আমরা প্রায়ই কোন বিষয়ে আমাদের দুশ্চিন্তা বা আবেগকে ভাবনার (thought) সাথে গুলিয়ে ফেলি। ভাবনাটা হওয়া উচিৎ ঠান্ডা মাথায় কোন ঘটনার বিশ্লেষণ যেখানে আবেগ নয়, লজিক বা যুক্তি হল মূল মন্ত্র। আজকের মত কঠিন সময়ে আমাদের চেষ্টা করা উচিৎ কথাগুলো যেন আমাদের ভাবনার ফসল হয়, দুশ্চিন্তার বহিঃপ্রকাশ নয়। আমরা যেন মৌনতার শক্তির অবমূল্যায়ণ না করি।

দুবনা, ২৭ মার্চ ২০২০

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন