অর্জন

মানুষ অভ্যাসের দাস। বিশেষ করে ভালো কিছু সহজেই অভ্যাসে পরিণত হয়। বিগত অনেক বছর বছরের প্রথম দিনে বিভিন্ন ধরণের শুভেচ্ছা বাণীর সাথে আরও যে জিনিসটা ফেসবুকের পাতা ভরিয়ে রাখত তা হল নতুন বই হাতে শিশুদের হাসি মুখ। বিভিন্ন ক্ষেত্রে প্রচুর ব্যর্থতার মধ্যেও বিতাড়িত সরকারের যেসব সাফল্য ছিল, বিনামূল্যে বই বিতরণ তার অন্যতম। এবার শুনলাম সবার হাতে বই পৌঁছায়নি। এটা শিশুদের জন্য নিঃসন্দেহে একটি মনস্তাত্ত্বিক আঘাত। বই পেতে নাকি মার্চ মাস গড়িয়ে যেতে পারে। অনেক পুস্তক নতুন করে লেখা হচ্ছে, নতুন করে লেখা হচ্ছে ইতিহাস। আসছে নতুন শহীদদের নাম। আচ্ছা এসব শহীদদের কেউ কেউ কি ইতিমধ্যেই জীবন ফিরে পেয়েছে? দেশের বর্তমান নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলো যতটা স্বৈরাচারের দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে সরব, তার সাফল্যের ব্যাপারে ততটাই নীরব। অথচ বিনামূল্যে বই বিতরণ এটা সরকার নয়, জাতীয় জীবনে উল্লেখ করার মত ঘটনা। যারা জনগণের মঙ্গলের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখে ফেনা তুলে বেড়ায় সময় মত বই বিতরণে সরকারি ব্যর্থতা তারা কি চোখে দেখে? যেখানে স্বাধীনতার মত অর্জন আজ প্রশ্নের সম্মুখীন সেখানে এসব ছোট খাটো অর্জন চোখের নিমেষে উধাও হয়ে যাবে যদি না জনগণ এখন থেকেই সোচ্চার হয়।

দুবনা, ০১ জানুয়ারি ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন