ভোগবাদ
কয়েক দিন আগে ফেসবুকে মার্ক্স, এঙ্গেলস ও লেনিনকে দেখলাম সান্টা ক্লাউসের বা রুশ দেদ মারোজের পোষাকে বসে আছেন। এবার নববর্ষে মস্কোয় ঘোরাফেরা করার সময় দেখলাম ক্রপোতকিনস্কায় এঙ্গেলস খ্রাম খ্রিস্টা স্পাসিতেলিয়া বা ক্রাইস্ট দ্য স্যাভোয়ার চার্চের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছেন, ঠিক যেমন বলশই থিয়েটারের সামনে মার্ক্স বসে আছেন ইয়লকা বা ক্রিসমাস ট্রি প্রায় বগলদাবা করে। লুঝনিকিতে লেনিন হাত উঁচু করে সবাইকে ক্রিসমাস ট্রির দিকে এগিয়ে যেতে বলছেন।
এসব দেখে আমার মনে হল নরকে বসে মার্ক্স, এঙ্গেলস ও লেনিন ক্রিসমাস পালন করছেন যদি তাতে স্বর্গের শিকে ছিঁড়ে মানে দুয়ার খুলে। কেন? নরকে পাপীরা শাস্তি পায় পাপ অনুযায়ী মানে পুঁজিবাদী ও কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থায় - সামর্থ্য অনুযায়ী কাজ আর মালিকের মর্জি অনুযায়ী বেতন মেথডে। স্বর্গের যে ছবি আঁকা হয় তাতে সবার জন্য অঢেল খাদ্য আর ভালোবাসার জন্য অসংখ্য অপ্সরা - সেখানে ভোগের সাম্যবাদ। মজার ব্যাপার হচ্ছে ব্যাভিচার যদি পুরষ্কার হয় সেটা পাওয়ার জন্য এত কৃচ্ছতা সাধন করা কেন? যাহোক, পুঁজিবাদ, সমাজতন্ত্র ও সাম্যবাদের পার্থক্য তো এই ভোগের মধ্যেই নিহিত। সে অর্থে সবকিছুর মূলে রয়েছে ভোগবাদি ব্যবস্থা। তাই ভেবে দেখার সময় হয়েছে বর্তমানের ভোগবাদি ব্যবস্থা পোস্ট সাম্যবাদ কিনা যা পুঁজিবাদকে বাইপাস করে সোভিয়েত সমাজতন্ত্রের মত সাম্যবাদকে বাইপাস করে মার্কিন ভোগবাদের সমতুল্য। সব দেখে মনে হয় মার্ক্স এঙ্গেলস লেনিন স্ট্যালিন ধর্মকে বাইপাস করলেও গুলাগ আর সাম্যবাদী সমাজের ধারণা নিয়েছিলেন নরক আর স্বর্গের ধারণা থেকেই। আজ নববর্ষের ছুটির শেষ দিনে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।
দুবনা, ০৮ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment