অজুহাত
দুবনায় প্রফেসর ঝিদকভের রুমে আমরা লাঞ্চের পরে চায়ের আড্ডা দিতাম। উনি মাঝেমধ্যেই হাস্যরসে পরিপূর্ণ বিভিন্ন গল্প বলতেন। আজ এরকম একটি গল্প মনে হল।
কেউ চাইলে সবসময়ই অজুহাত খুঁজে বের করতে পারে। বিশেষ করে যদি পান করার দরকার হয়।
যেমন?
ধর তুমি পান করতে চাইছ, কিন্তু উপলক্ষ্য খুঁজে পাচ্ছ না। কি করবে? টেবিলের উপরে চক দিয়ে একটি দাগ কেটে একটি তেলাপোকা ধরে টেবিলের উপরে ছেঁড়ে দেবে। এরপর আঙ্গুল দিয়ে টেবিলের উপর শব্দ করলে দেখবে তেলাপকা পালাচ্ছে। ও যখন সীমানা পার হবে সেই উপলক্ষ্যে এক পেগ খেয়ে নিতে পার। শুধু তাই নয়, কয়েক পেগের পর তুমি এটাও প্রমাণ করতে সক্ষম হবে যে তেলেপোকা পা দিয়ে শোনে।
আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম।
বিশ্বাস হয় না? তুমি যদি তেলাপকার সবগুলো পা এক এক করে ছিঁড়ে ফেল দেখবে টেবিলে শব্দ করার পরেও ও আর পালাচ্ছে না। কেন? কারণ ও শুনতে পায়নি। সুতরাং তেলাপোকা পা দিয়ে শোনে সেই তত্ত্ব প্রমাণিত।
উনি নামী গণিতবিদ। আর এসবই হাসিঠাট্টা। আজ এ কথা মনে পড়ল দেশের বর্তমান পরিস্থিতি দেখে। চুরি ডাকাতি তো আছেই ইদানিং প্রকাশ্যে লুটপাটের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। আর সেসব প্রশাসনের মদদে না হলেও ঘটছে তাদের নিষ্ক্রিয়তায়। অবস্থা দেখে মনে হয় আজকাল এসব করার জন্য কোন অজুহাতের আর দরকার নেই। অন্তত যারা এসব করে তাদের জন্য। এসব অজুহাত তৈরি করা হয় প্রশাসনের জন্য যাতে তারা নিজেদের নিষ্ক্রিয়তাকে কিছুটা হলেও যৌক্তিক করার চেষ্টা করতে পারে। বড় বড় কোম্পানি, ব্যাংক এসব আগেই লুটপাট হয়ে গেছে, এখন তাই সাধারণ মানুষের শেষ সম্বল লুটপাট করতে নেমেছে দুর্বৃত্তেরা।
দুবনা, ১০ জানুয়ারি ২০২৫
কেউ চাইলে সবসময়ই অজুহাত খুঁজে বের করতে পারে। বিশেষ করে যদি পান করার দরকার হয়।
যেমন?
ধর তুমি পান করতে চাইছ, কিন্তু উপলক্ষ্য খুঁজে পাচ্ছ না। কি করবে? টেবিলের উপরে চক দিয়ে একটি দাগ কেটে একটি তেলাপোকা ধরে টেবিলের উপরে ছেঁড়ে দেবে। এরপর আঙ্গুল দিয়ে টেবিলের উপর শব্দ করলে দেখবে তেলাপকা পালাচ্ছে। ও যখন সীমানা পার হবে সেই উপলক্ষ্যে এক পেগ খেয়ে নিতে পার। শুধু তাই নয়, কয়েক পেগের পর তুমি এটাও প্রমাণ করতে সক্ষম হবে যে তেলেপোকা পা দিয়ে শোনে।
আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম।
বিশ্বাস হয় না? তুমি যদি তেলাপকার সবগুলো পা এক এক করে ছিঁড়ে ফেল দেখবে টেবিলে শব্দ করার পরেও ও আর পালাচ্ছে না। কেন? কারণ ও শুনতে পায়নি। সুতরাং তেলাপোকা পা দিয়ে শোনে সেই তত্ত্ব প্রমাণিত।
উনি নামী গণিতবিদ। আর এসবই হাসিঠাট্টা। আজ এ কথা মনে পড়ল দেশের বর্তমান পরিস্থিতি দেখে। চুরি ডাকাতি তো আছেই ইদানিং প্রকাশ্যে লুটপাটের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়। আর সেসব প্রশাসনের মদদে না হলেও ঘটছে তাদের নিষ্ক্রিয়তায়। অবস্থা দেখে মনে হয় আজকাল এসব করার জন্য কোন অজুহাতের আর দরকার নেই। অন্তত যারা এসব করে তাদের জন্য। এসব অজুহাত তৈরি করা হয় প্রশাসনের জন্য যাতে তারা নিজেদের নিষ্ক্রিয়তাকে কিছুটা হলেও যৌক্তিক করার চেষ্টা করতে পারে। বড় বড় কোম্পানি, ব্যাংক এসব আগেই লুটপাট হয়ে গেছে, এখন তাই সাধারণ মানুষের শেষ সম্বল লুটপাট করতে নেমেছে দুর্বৃত্তেরা।
দুবনা, ১০ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment