মরীচিকা
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস - এটাই সাধারণ বিশ্বাস। রুশরা বলে যেখানে আমরা নেই সেখানেই সব আনন্দ। আমি উল্টা দর্শনে বিশ্বাসী। আমার ভূবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি। তাই যেখানে আমি সেখানেই আমার সুখ। তবে অনেক দিন হল একটা জিনিস খেয়াল করছি। যখন কোথাও যাই পথের দুই ধার প্রচন্ড সুন্দর মনে হয় আর মনে মনে ভাবি "ইস যদি ট্রেন বা বাসটা এখানে কিছু সময়ের জন্য নষ্ট হয়ে যেত তাহলে নেমে কিছু ছবি তুলতে পারতাম।" তবে নামলেই যে সব ঠিকঠাক পাওয়া যাবে তা কিন্তু নয়। একবার গাড়ি করে ভিলকোভা ফেরার সময় রাস্তার ধারে সূর্যমুখী ফুলের ক্ষেত দেখে লোভ সামলাতে পারলাম না। সহযাত্রীরা ছিলেন তীর্থযাত্রী আর একমাত্র আমি চকলেট রঙের। কনভিন্স করতে সময় লাগল না। তবে নেমে দেখি বাসে বসে যে দৃশ্য দেখেছি এটা মোটেও তা নয়। দৃষ্টিকোণের হেরফেরে বদলে গেছে দৃশ্য। তাই গাড়ি থেকে নয়ন ভরে দেখাই ভালো তা ক্যামেরায় ধরার চেষ্টা না করে।
মস্কো, ০৪ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment