নাম
আজকাল আমি যতটা না পড়ি তারচেয়ে বেশি লিখি অথবা যা পড়ি সেটার উপর ভিত্তি করে লিখি। ইদানিং গল্পের বই তেমন একটা আর পড়া হয় না। নিজের সাবজেক্ট মানে পদার্থবিদ্যা ও গণিতের বাইরে পড়ি ইতিহাস ও রাজনীতি নিয়ে। এসব মনে হয় বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে যা আমাকে ভাবায়। তবে মাঝে মধ্যে ফেসবুকে গল্প পড়ি দেশে এখন সাহিত্যের ট্রেন্ড বোঝার জন্য। কয়েকদিন আগে এরকম একটি গল্প পড়লাম। অনেকটা বর্তমানের টিভি সিরিয়ালের মত (এটা ঠিক নিজের অভিজ্ঞতা থেকে বলছি না, এসব নিয়ে অন্যদের দু একটা সমালোচনা পড়ে বলছি, ভুল হতে পারে)। প্রেম, ব্যর্থ প্রেম, ত্রিভুজ প্রেম ইত্যাদি এসব গল্পের পটভূমি। তবে গল্প নয় আমি অবাক হলাম গল্পের নায়ক নায়িকাদের নাম দেখে। প্রথমে মনে হল এসব ঘটনা ঘটছে ভিন গ্রহে। আমাদের দেশে আরবি নাম নতুন কিছু নয়, এমনকি আশির দশকেও নতুন স্টাইলে নাম লেখা হত। আশির দশক থেকেই ছাত্রজীবনে ও পরে কর্ম জীবনে আরবের বিভিন্ন দেশের মানুষের সংস্পর্শে এসেছি, আসছি। তাদের নাম কীরকম সে সম্পর্কে ধারণাও আছে। কিন্তু এই উপন্যাসে যেসব নাম দেখলাম তা আরব দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। আচ্ছা দেশে কি এখন এভাবেই ছেলেমেয়েদের নাম রাখা হয় - বাংলা নামের সাথে খুবই আনকমন কয়েকটি আরবি শব্দের সমন্বয়? এটা কী শুধুই গল্প নাকি নতুন ট্রেন্ড? কারণ মানুষের নামের সাথে তার চিন্তাভাবনা জগত ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে তাকে যদি ভাবতে শেখানো হয় যে এই নাম তাকে অন্যদের থেকে আলাদা করে, তাকে বিশেষ করে।
দুবনা, ০৯ জানুয়ারি ২০২৫
দুবনা, ০৯ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment