বহু হুর

আলী রিয়াজের প্লুরালিজম বা বহুত্ববাদ আর বেহেশতের বাহাত্তর জন হুর পরীর মধ্যে গুণগত কোন পার্থক্য নেই। দুটোই মিথ্যা আশ্বাস, দুটোই ধরাছোঁয়ার বাইরে। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত জনগণ বহুত্ববাদ বহুমূত্র রোগের সাথে গুলিয়ে ফেলতে পারে বিধায় তাদের সামনে বাহাত্তর জন হুর পরী নামক মূলা ঝুলাতে হয়। শিক্ষিত ও নিজেদের প্রগতিশীল বলে দাবি করা মানুষ গোপনে এসবে বিশ্বাস করলেও হুরদের নামে ঠকতে তাদের আত্মসম্মানে লাগে। তবে তারা বহুত্ববাদ নামক গাল ভরা বুলির কাছে অনায়াসে নিজেদের বুদ্ধি শুদ্ধি বিকিয়ে দিতে রাজি। আলী রিয়াজরা এটা ভালো করেই জানে। শেখ হাসিনা একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মদিনা সনদে পৌঁছুতে চেয়েছিলেন, আলী রিয়াজ একাত্তর থেকে চীনের সমাজতন্ত্র, মার্কিন গণতন্ত্র ঘুরে মদিনা সনদে যাবার পথ খুঁজে বেড়াচ্ছে। আর সমাজে প্রগতিশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে পরিচিত অনেক মানুষ ছাগলের তিন নম্বর বাচ্চার মত এতে লাফাচ্ছে। অথবা হতে পারে ছাত্র লীগ ও আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা জামাত শিবিরের মত এরাও প্রগতিশীলতার পশ্চিমী পোষাকে টুপি দাড়িওয়ালা শিবির, সময়ের অপেক্ষায় আছে আত্মপ্রকাশ করার জন্য।

মস্কোর পথে, ১৯ জানুয়ারি ২০২৫


Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন