দেশপ্রেম
একাত্তরের আগে থেকেই আমাদের এলাকায় বিদেশীদের আনাগোনা ভ্যানেল কোম্পানির কালীগঙ্গা সড়ক সেতু তৈরিকে কেন্দ্র করে। যুদ্ধের পরে আমেরিকান বাদেও জার্মান আর অন্যান্য ইউরোপিয়ানরা আসতে শুরু করে যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে, সাহায্য দিতে। এখনও মনে আছে ওরা কেউ ঠিকঠাক বাংলাদেশ বলতে পারত না, বলত ব্যাংলা ড্যাশ। আমাদের মার্কিন অর্থ ও আশীর্বাদ পুষ্ট সরকার প্রধান মনে হয় ঐ একই স্টাইলে ভাত না বলে ভ্যাট বলেন আর জনগণকে ভাতের পরিবর্তে ভ্যাট দিয়ে সন্তুষ্ট করতে চান। কথায় বলে কয়লা ধুলেও ময়লা যায় না। যার শিরায় শিরায় রক্তের সাথে লাভ আর লোভের কণা প্রবাহিত হয় সে কীভাবে জনগণকে শোষণ করার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে? দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনতে পারে শুধু দেশপ্রেমিক সরকার, যারা দেশকে, দেশের মানুষের ভাষা, সংস্কৃতি, প্রকৃতিতে শর্তহীন ভাবে ভালোবাসে। যারা বিদেশি সব কিছু বেশি আপন মনে করে সেই সব বিদেশপ্রেমী মানুষ কখনও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না।
দুবনা, ১৩ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment