১০ জানুয়ারি

যদিও গত শতাব্দীর তিরিশের দশকে স্তালিনের হাতে সোভিয়েত ইউনিয়নের প্রচুর মানুষ অত্যাচারিত হয়েছে তারপরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা জন্মভূমি ও স্তালিনের জন্যই যুদ্ধ করেছে - যা রদিনু, যা স্তালিনা মানে জন্মভুমির জন্যে, স্তালিনের জন্য এই স্লোগান দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে বাংলার মানুষ পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে শুধু দেশের স্বাধীনতার জন্যই নয়, শেখ মুজিবের জন্যও। তাই তো ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি যখন দেশে ফেরেন যুদ্ধকালীন সময়ের সব দুঃখ কষ্ট ভুলে লাখ লাখ জনতা ঢাকায় তাকে স্বাগত জানিয়েছে, সারা দেশের মানুষ দূর থেকে তাকে স্বাগত জানিয়েছে স্বাধীন বাংলাদেশে। এরপর অনেক কিছুই ঘটেছে, কিন্তু স্বাধীন দেশ এখনও রয়ে গেছে। যদি কেউ তাঁকে দলীয় স্বার্থে অপব্যবহার করে থাকে সে দায় শুধু সেই দলের নয়, আমরা যারা তাঁকে সবার করে নিতে পারিনি তাদেরও কম নয়। ১০ জানুয়ারি শুধু একজন মানবের প্রত্যাবর্তন ঘটেনি, সেদিন বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। যারা এই সহজ সত্যটুকু বোঝে না তারা স্বাধীন বাংলাদেশের উত্তারধিকারী হতে পারে না।

দুবনা, ১০ জানুয়ারি ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু