পরিবর্তন
আপনি যখন কোন পরিবর্তন চান তার মানে আপনি আর আগের অবস্থায় থাকতে চান না আর একবার পরিবর্তন হয়ে গেলে আগের অবস্থায় থাকতে পারবেন না। যদিও আমরা সবসময়ই আরও ভালো অবস্থানে যাবার জন্য পরিবর্তন চাই, তবে পরিণামে খারাপ অবস্থায় পড়ব যে না এই গ্যারান্টিও কেউ দেয় না। যদিও আমাদের অনেকের ধারণা ছিল বিগত সরকারের আমলে আমরা নৈরাজ্যের তলানিতে অবস্থান করছিলাম, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, এখন মনে হয় সেটা ছিল ফলস মিনিমাম, মানে দৃষ্টির আড়ালে যে আরও গভীর তলানি ছিল সেটা আমাদের চোখে পড়ে নি। এটা তলানির দোষ নয়, আমাদের দূরদর্শিতার সীমাবদ্ধতা বা অদূরদর্শিতা। এটা অবশ্য আমাদের জাতীয় চরিত্র। সমস্যা হল তলানি যত গভীর হয় সেখান থেকে ভেসে ওঠা তত কষ্টকর ও সময়সাপেক্ষ হয়। তবে এ থেকে বিগত সরকারকে যেমন বুঝতে হবে মানুষ তাদের সেই সময়ের দুঃশাসন আর চায় না, বর্তমান সরকার বা ক্ষমতা প্রত্যাশীদের বুঝতে হবে অবস্থার উন্নতি না ঘটালে তাদের বিতাড়িত হওয়াও সময়ের ব্যাপার। এখন শুধু অপেক্ষার পালা।
কী হতে পারে দীর্ঘ অপেক্ষার পর? হয় উজির মরবে, নয় তো গাধা আর ভাগ্য খারাপ হলে হোজা নিজেই মরবে। মানে হয় একাত্তরের পক্ষের শক্তি এদেশ ছেড়ে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া চলে যাবে নতুন জীবনের খোঁজে অথবা একাত্তরের বিপক্ষের শক্তি বিলীন হয়ে যাবে আর ভাগ্য খারাপ হলে দেশটাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তবে একটা জিনিস ঠিক, যারা এই ক্ষমতার লড়াইয়ে অংশ নেয় না, যারা এই দেশের বাইরে নিজেদের ভাবে না সেই সাধারণ মানুষের অবস্থা তখনও নুন আনতে পান্তা ফুরায় থাকবে। কিন্তু দেশের প্রতি তাদের দরদ, তাদের ভালোবাসার বরাবরের মতই অম্লান থাকবে। কারণ তারা কোন বিমূর্ত আদর্শ ভালোবাসে না, ভালোবাসে এদেশের মাটি, মাটির সোঁদা গন্ধ, এর আকাশ, বাতাস, পাখির গান, নদীর কলতান, রোদ বৃষ্টি ঝড় বন্যা বাউলের গান, ভাটিয়ালি , কবি গান, জারি গান,যা কিছু হাজার বছর ধরে গড়ে উঠেছে সব। দেশকে ভালোবাসুন।
মস্কো, ২০ জানুয়ারি ২০২৫
Comments
Post a Comment