কথোপকথন
সেদিন এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। আমাদের কথা ব্যক্তিগত ভালোমন্দ থেকে শুরু হয়ে শেষ হয় বিশ্ব রাজনীতি দিয়ে। কথায় কথায় ও জিজ্ঞেস করল - আমাদের সোভিয়েত ফেরৎ বন্ধু বান্ধবদের অনেকেই পরিবেশ আন্দোলন করে। আপনি করেন না কেন? - দেখ অনেকেই জিজ্ঞেস করে আমাদের বন্ধুদের অনেকই পূজা অর্চনা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আমি কেন পূজা করি না, ঈশ্বরের উপাসনা করি না। তাদের বলি আমি পাপ করি না, তাই পূণ্য নিয়ে মাথা ঘামাই না। - কিন্তু পাপ পূণ্যের সাথে পরিবেশ আন্দোলনের কি সম্পর্ক? - আমি পায়ে হেঁটে চলি অথবা সাইকেল চালাই। শুধু অন্য শহরে যেতে হলে ট্রেন বা বাসে চড়ি। প্রায় সব সময়ই এক পদ দিয়ে খাই। যতদূর সম্ভব সহজ সরল জীবনযাপন করি। পরিবেশ দূষণ করি না। উল্টো প্রকৃতি ভালোবাসি। আমার ছবি দেখলেই সেটা কিছুটা হলেও টের পাবে। রোগের চিকিৎসা করার চেয়ে রোগ যাতে না হয় সে চেষ্টা করাই কি ভালো নয়? - কিন্তু অন্য লোকেরা যদি পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে তো দাঁড়াতে হবে। - তা ঠিক। তবে আমরা আন্দোলন করি কিন্তু যে জন্যে আন্দোলন করি সেটা অর্জনের জন্য ব্যক্তি জীবনে খুব কমই সচেষ্ট হই। আমাদের অধিকাংশের জন্য আন্দোলন এক ধরনের পেশা, ন...