স্বপ্ন

আজ আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেস নির্বাচন। স্থানীয়রা ভালো বলতে পারবে তবে মস্কোয় বসে যা দেখি, যা পড়ি এবং যা হতে পারে প্রোপ্যাগান্ডার রং মেশানো তাতে আমি বাংলাদেশী হিসেবে বেশ আশাবাদী। 

কিছু দিন আগে আমাদের মন্ত্রীরা বলতেন অচিরেই বাংলাদেশ আমেরিকার মত হবে। এখন মনে হয় আরো দ্রুত গতিতে আমেরিকা বাংলাদেশ হচ্ছে। ঠিক যেমনটা ইউক্রেনকে ইউরোপ করতে না পেরে ইউরোপ নিজেই কী নৈতিক, কী অর্থনৈতিক সব দিক থেকেই ইউক্রেন হচ্ছে। উন্নত দেশগুলোর দ্রুত গতিতে পরিবর্তিত হবার ক্ষমতাই হয়তো এই উল্টো স্রোতের সৃষ্টি করছে। 

হ্যাঁ নির্বাচন শুরুর আগেই বাংলাদেশের মত আমেরিকায় সরকারি ও বিরোধী দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। যেহেতু ভারত ও পাকিস্তান নামক কোন বড় ভাই (সত্যি বলতে কি আমেরিকা নিজেই সবার বড় ভাই যদিও মনি সিংহ নন) নেই তাই সব আবেদন গণতন্ত্রের কাছে। মানে অন্য দল জিতলে গণতন্ত্রের কি অবস্থা হবে সেটা (গণতন্ত্র মনে হয় সংখ্যালঘু বা নাস্তিকের চরিত্রে অভিনয় করছে সেখানে)। এককথায় গাধা ও হাতির ঘাড়ে আম্লীগ আর বিম্পির ভূত চেপেছে। দরকার একটা বাম জোটের যারা সেখানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবে। তাহলেই ষোলকলা পূর্ণ হবে। আমাদের মানুষের আর কষ্ট করে আমেরিকা বাংলাদেশ আপ ডাউন করতে হবে না ঘরে বসেই স্বপ্নের দেশে বাস করবে।

দুবনা, ০৮ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি